নির্বাচন

ব্যাপক উৎসাহে মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শুরু

By Meherpur News

August 10, 2025

মেহেরপুর নিউজ:

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৬৩০ জন ভোটারের মন জয় করতে ১৩টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫ জন সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে—সভাপতি পদে: আবু হানিফ, হাফিজুর রহমান, আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি পদে: আল আমিন, নজরুল ইসলাম, সহ-সভাপতি পদে: শামসুজ্জামান মিঠু, শামীম হাবিব, সাধারণ সম্পাদক পদে: শফিকুল ইসলাম শফিক, আলাল মালিথা, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে: লিটন মিয়া, রনি শেখ, যুগ্ম সম্পাদক পদে: সাহেব আলী, রাকিবুল ইসলাম, অর্থ সম্পাদক পদে: আব্দুল মতিন, শহীদুল্লাহ বাদল, দপ্তর সম্পাদক পদে: আশাবুল হক, ফেরদৌস আলী, ক্রীড়া সম্পাদক পদে: রাসেল বিশ্বাস, আলহামদ

নির্বাচন শুরুর পর থেকেই প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ  লক্ষ্য করা গেছে।