বর্তমান পরিপ্রেক্ষিত

বড় দিন উপলক্ষে মুজিবনগরে ৭দিন ব্যাপী মেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 27, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর: সকালে মুজিবনগর উপজেলার খৃীষ্টান পল্লী বল্লভপুর চার্চ অব বাংলাদেশ’র উদ্যোগে শুভ বড়দিন উপলক্ষে সাত দিন ব্যাপি খৃীষ্টিয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিন রেভাঃ দানিয়েল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মিঃ সুজিত মন্ডল।

বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি’র সাবেক সদস্য তাপস মল্লিক, এজি চার্চ পালক ডেভিড রাই, অশোক মল্লিক, রমেন মল্লিক, সিমসন মন্ডল, ক্লেমেন্ট অরুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বল্লভপুর ফুটবল খেলার মাঠে অণুষ্ঠিতব্য মেলায় জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।