বর্তমান পরিপ্রেক্ষিত

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে মেহেরপুরের জেলা প্রশাসক

By Meherpur News

July 17, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং শিশুদের উপযুক্ত পরিবেশে শিক্ষাদান নিশ্চিত করতে হবে।”

জেলা প্রশাসককে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়। এতে পরিবেশ আনন্দঘন হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এহসানুল হাবিব এবং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসকের এ সফর শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে বলে জানান শিক্ষকরা।