শিক্ষা ও সংস্কৃতি

ভান্ডারিয়া ও লক্ষীপুরে দু’জন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে সাংবাদিক সম্মেলন

By মেহেরপুর নিউজ

May 18, 2015

মেহেরপুর নিউজ, ১৮ মে:

ভান্ডারিয়া সরকারী কলেজ ও লক্ষীপুর সরকারী মহিলা কলেজ পরীক্ষা চলাকালীন সময়ে দু’জন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে পূর্নদিবস ক্লাস বর্জন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল অমিন । এ সময় আরো বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, উপাধাক্ষ রফিকুল ইসলাম, সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম,মুজিবনগর

সরকারী ডিগ্রি কলেজের প্রখভাষক ইসমাইল হোসেন প্রমুখ। সাংবাদিক সম্মেলনে প্রভাষক আব্দুর রাজ্জাক, সাইফুল আলম, বাশার আলী, মফিজুর রহমান, আব্দুর রহিম, খায়রুল ইসলাম, মিরাজ আলী,কাউসার আলীসহ জেলায় কর্মরত বিভিণ্ন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেণ। লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল আমিন বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের আচরণ, দায়িত্ব, কর্তব্য সার্ভিস রুল অনুসারে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। তিনি যা করবেন তা সার্ভিস রুল অনুসারেই করবেন। একজন কর্মকর্তা দায়িত্বপালনকালে কোনোভাবেই ব্যাক্তিগত আবেগ,জেদ অহমিকা, দাম্ভিকতা প্রদর্শণ করেতে পারেন না বা এ ধরণের কোনো সুযোগ নাই। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন হাওলাদার ও সহকারী ভূমি কমিশনার আশরাফুল ইসলাম ডা করেছেন আইন ও নৈতিকতাবিরোধী এবং সংবিধানের লংঘন। এ সকল কর্মকর্তাদের বিচার না হলে প্রশাসনে শৃংখলা ভঙ্গ করার প্রবণতা বাড়বে। এ মতাবস্থায় সকল ক্যাডারের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিক্ষাক্ষেত্রে সুব্যবস্থাপনা নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে চলমান আইনের বিচার করার দাবি জানাচ্ছি।