খেলাধুলা

ভারতকে ১২১ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ

By মেহেরপুর নিউজ

March 06, 2016

মেহেরপুর নিউজ, ০৬ মার্চ: এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিং করে  স্বাগতিক বাংলাদেশ। খেলায় ১৫ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২০ রান । অনেক উদ্বেগ উৎকণ্ঠার পর মাঠে গড়াই  বাংলাদেশ-ভারতের বহুল কাঙ্খিত ফাইনাল। ফাইনাল খেলায় মাত্র ১৩ বলে ৩৩ রান করে অপারাজিত থাকেন মাহামুদুল্লাহ। সাড়ে ৯টায় শুরু হয় শিরোপা লড়াই। টস ভাগ্য নির্ধারণ হয়েছে ৯টা ১০ মিনিটে। মুদ্রা নিক্ষেপের লড়াইয়ে মাশরাফিকে হারিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেই ভারত। বৃষ্টির কারণে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটি  ১৫ ওভারে নির্ধারণ করা হয়। ২২ গজের এই লড়াইয়ে বাংলাদেশের তেমন কোনো প্রাপ্তি না থাকলেও সর্বশেষ টানা তিন জয়ে বেশ উজ্জীবিত মাশরাফিরা। পরিসংখ্যানের দিক থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের অবস্থান আশানুরূপ না হলেও আজ ফাইনাল খেলায় ভারতকে হারিয়ে  এশিয়ার সেরা হবে দেশ। এটাই চাওয়া কোটি কোটি ক্রিকেট ভক্তের। ক্রিকেটেপ্রেমীদের বিশ্বাস বদলে যাওয়া বাংলাদেশ ভারতকে হারিয়ে ছিনিয়ে আনবে বিজয়। সেই প্রতীক্ষায় দেশ-বিদেশের লক্ষ-কোটি ক্রিকেটভক্ত।