অন্যান্য

ভারতের গরু বিক্রির থেকে ফেন্সিডিলে লাভ বেশি !

By মেহেরপুর নিউজ

August 05, 2015

মেহেরপুর নিউজ, ০৫ আগষ্ট: গরুর থেকে ফেন্সিডিল বিক্রি করলে লাভ বেশি হয়। তাই গরুর ব্যবসা ছেড়ে দিয়ে ফেন্সিডিল ব্যবসা করতে এসে গ্যাড়াকলে পড়েছে চুয়াডাঙ্গার ২ কিশোর। ফেন্সিডিল বিক্রি করতে এসে মেহেরপুর সদর উপজেলার নুরপুর থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হয়ে তারা শ্রীঘরে।

আটকৃতরা হলো: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে আজিজুল (১৫) এবং একই গ্রামের আবুল হাশেমের ছেলে ইউসুফ আলী (১৫)। মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ ২ কিশোরকে আটক করেছে।

বুধবার বিকালের দিকে সদর উপজেলা নুরপুর মোড় থেকে তাদের আটক করে ডিবি পুলিশের একটি টিম।

ডিবির এস আই জালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় ফেন্সিডিল নিয়ে আসছে দুই কিশোর এমন খবরের ভিত্তিতে সদর উপজেলার নুরপুর মোড়ে ওই দুই কিশোরকে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬ বোতর ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক কিশোররা জানায়, তারা এর আগে ভারত থেকে বিভিণœ সীমান্ত দিয়ে গরু নিয়ে আসত। কিন্তু গরুর থেকে ফেন্সিডিলে লাভ বেশি হওয়ায় এখন ফেন্সিডিল নিয়ে এসে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকি। আটক ২ কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।