বিশেষ প্রতিবেদন

ভারতে সার্ক ষ্টুডেন্টস ফোরামের সভাপতি হলেন মেহেরপুরের ছেলে রিফাত

By মেহেরপুর নিউজ

September 09, 2014

বিশেষ প্রতিনিধি : দেশের মাটি ছেড়ে বিদেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয় দাপিয়ে বেড়াচ্ছেন মেহেরপুরের ছেলে ফাহিম ফেরদৌস রিফাত। সে ভারতবর্ষে উচ্চ শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ট প্রতিষ্ঠান পুনে বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার আটটি দেশের ছাত্রদের নিয়ে গঠিত সার্ক স্টুডেন্টস ফোরামের সভাপতি মনোনিত হয়েছেন। এছাড়াও রিফাত ওই বিশ্ববিদ্যালয়ে গঠিত ওয়াল্ড অরগানাইজেশন অফ স্টুডেন্টস ফোরাম (ডব্লিউএএসওয়াই) নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ স্টুডেন্সস ফোরামের সভাপতি হিসাবে দায়িত্বপালন করছেন। স্ব দেশের সাহিত্য সাংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি ভারত বর্ষে ছড়িয়ে দিতে বিভিন্ন দেশের ছাত্রদের নিয়ে রিফাতের কার্যক্রম আজ ভারতজুড়ে প্রশংসিত হয়েছে। রিফাতের বাড়ি মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায়। জীবিকার তাগিদে তাঁর মা বাবা ভাই এখন ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। বাবা মাহফুজ কবীর রিঙ্কু দেশের একটি আমদানী রপ্তানীকারক প্রতিষ্ঠানের শীর্ষ পদে চাকুরী করেন। মা ফেরদৌস আরা চুনী সুগৃহীনি। এবং একমাত্র ছোটভাই ফারহান ফেরদৌস ঢাকায় পড়াশুনা করে। রিফাতের অতি সহজ পরিচয় সে মেহেরপুর-১ (সদর) আসনের সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেন (দোদুলের) ভাগ্নে এবং মেহেরপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমএনএ (গর্ভণর) ছহিউদ্দিন সাহেবের নাতি। ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে মুঠোফোনে সাংবাদিক তুহিন আরন্যকে দেওয়া এক সাক্ষাত কারে রিফাত বলেছে- ২০১২ সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেসন্স (আইসিসিআর- ভারতের বিদেশ মন্ত্রকের অংশ) বৃত্তি লাভের পর ঐ বছরই সে পুনে

বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ লাভ করে। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে শেষ বর্ষের ছাত্র সে। তনুজা দেবী তাঁর ডিপাটমেন্ট প্রধান। সার্ক স্টুডেন্স ফেরামে আফগানিস্তানের আলি বাবা আজিজি ভাইস প্রেসিডেন্ট, নেপালের রুবি নাইনুর সেক্রেটারী, শ্রীলঙ্কার ঈশরি সাদিক জয়েন্ট সেক্রেটারী হিসাবে মনোনিত হয়েছে। ভারতের দিল্লী, পুনে, ব্যাঙ্গালুর, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, মুম্বাই, মহিশুর, নেপাল সহ ভারতের বড় বড় শহরে অধ্যায়ণরত প্রবাসী ছাত্রদের নিয়ে (ডব্লিউএএসওয়াই) কাজ করছে। সে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম তুলে ধরতে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ভাষাভাষি ছাত্রদের নিয়ে বিতর্ক সহ সাহিত্য সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে থাকেন। সম্প্রতি ভারতের বেনারস থেকে প্রকাশিত “দি এমোর উজ জালা” পত্রিকায় ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রবাসী ছাত্রদের ভূমিকা শীর্ষক একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সে জন্মস্থান মেহেরপুরের এবং দেশের প্রতিটি নাগরিকের কাছে দোয়া প্রার্থনা করেছেন। রিফাতের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর নিউজ ডটকম এর চেয়ারম্যান পলাশ খন্দকার, প্রধান বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, প্রথম আলো সাংবাদিক তুহিন আরন্য সহ মেহেরপুর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।