অতিথী কলাম

ভাল থেকো বাবা

By মেহেরপুর নিউজ

June 18, 2019

মো: ইস মাইল হক চৌধুরী:

বাবা দিবস শেষ। কাজে ব্যস্তথাকায় সময় মতন বাবাকে নিয়ে লিখতে পারি নাই । তাই লিখছি বাবা তোমাকে নিয়ে;

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্রগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সফল যুব প্রধান মো: ইস মাইল হক চৌধুরী বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে্ লেখাটি ফেসবুক পেইজ থেকে সংগ্রহ করে মেহেরপুর নিউজের পাঠকসহ সারা পৃথিবীর সকল সন্তানের জন্য তুলে ধরা হলো: আমি সেই বাবার সন্তান যে বাবা রেলওয়েতে চাকরিকালীন সময়ে কখনো ঘুষ বা অনৈতিক কোন লেনদেনের সাথে জড়িত ছিলেন না আমার বাবা চাইলে অনেক কিছুই করতে পারতেন না করেননি আর আমাদের গর্ব করে এই শিক্ষা দিতেন তোর বাবাকে ঘুষ হিসেবে এক খিলি পানও কেউ খাওয়াতে পারেনি। আমি বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারে চাহিদা অসীম থাকত সব সময় বাবা কখনো আমরা চাইলে কোন কিছু না করেনি ১ দিন, ১সপ্তাহ, ১মাস পর হলেও এনে দিয়েছেন কত দিন বাবা একটা সিংগারা আর একটা চা খেয়ে সারাদিন পার করে দিয়েছিল আল্লাহ আর আমার বাবা জানে । আমার বাবা অনেক বেশী বেতন পেত তা না তবে আমাদের জন্য বাবার টাকা কখনো শেষ হত না আমারও আবার বিলাসী খরছে ছিলাম তা না । আল্লাহর অশেষ রহমতে বাবার তুলনায় অনেক বেশী আয় করি তারপর মাস শেষে আমার আয়কৃত টাকা শেষ হলেও বাবার টাকা শেষ হয় না। বাবা আর বাবার মত স্নেহ দিয়ে আমাদের কোলে পিঠে নিয়ে বড় করা চাচাদের নিয়ে জীবন সংগ্রাম করতে করতে আল্লাহ আমাদের এখন অনেক ভাল রেখেছেন সুখর আলহামদুলিল্লাহ। আশপাশে তাকিয়ে নিজের একটা পরিচয় দেওয়ার মত পরিবেশ করে দিয়েছেন বাবা আর বাবার সমতুল্য চাচারা মিলে। আমি জীবনে সংগ্রাম করার যা যা শিখেছি সব আমার বাবার অতীত কে দেখে কিভাবে সৎ থাকতে হয়,মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, ব্যবহার মার্জিত থাকা আর হার না মানা কোন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যে কথাটা বাবার বারবার কানে আটকে যায় আমি সারাজীবন মানুষের জন্য করেছি,মানুষেই সাথে ছিলাম সুখে দুঃখে আল্লাহ আমাকে আটকাবেনা কখনো। বাবাকে সুস্থতা দিন এ কামনা করি মহান রাব্বূল আলামিনের নিকট।