অন্যান্য

ভাষা সৈনিক মাওলানা ভাসানী স্বর্ণপদক পেলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম

By মেহেরপুর নিউজ

May 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মজলুম জননেতা মাওলানা ভাষানি ভক্ত পরিষদের উদ্যোগে খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ভাষাসৈনিক মাওলানা ভাসানী স্বর্ণপদক ২০১৩ প্রদান করা হয়েছে। শনিবার বিকালে ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাইফুল ইসলামকে এ পদক তুলে দেয়া হয়। শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এ পদক তুলে দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রনালয়ের খলিফ উদ্দিন, সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রব্বানী খান, প্রধান সমন্বয়কারী কবি নুসরাত আরা টুম্পা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।