বর্তমান পরিপ্রেক্ষিত

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি আওতায় ২ জনকে পুনর্বাসন

By মেহেরপুর নিউজ

August 07, 2023

মেহেরপুর নিউজ:

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি আওতায় মেহেরপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হীরালালের ছেলে বুধু লাল বাশফোড় এবং মেহেরপুর সদর উপজেলা দিঘিরপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আবুল কালামকে পুনর্বাসন করার লক্ষ্যে পাখি ভ্যান সহ ঝাল মুড়ি বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের পণ্য ও ক্ষুদ্র ব্যবসার জন্য ভ্যানসহ ব্যবসায়িক সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার বিকালের দিকে মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয় প্রাঙ্গনে ভ্যান ও পাখি ভ্যান সহ বিভিন্ন ধরনের উপকরণ ও ব্যবসায়িক সামগ্রী বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি ও মেহেরপুর শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন উপস্থিত থেকে ভ্যান, পাখি ভ্যান উপকরন সামগ্রী বিতরণ করেন। এ সময় শহর সমাজ সেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, পৌর কাউন্সিলর জোসনা খাতুন,শারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।