বর্তমান পরিপ্রেক্ষিত

ভিক্ষুক মুক্ত করণের লক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 03, 2017

মেহেরপুর নিউজ, ০৩ এপ্রিল: ভিক্ষুক মুক্ত করণের লক্ষে প্রধানমন্ত্রীর কার্য়ালয়ের মুখ্য সমন্বয়কের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।ৎ

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্য়ালয়ের মুখ্য সমš^য়ক আবুল কালাম আজাদ ভিক্ষুক মুক্ত করণের লক্ষে খুলনা বিভাগের সকল জেলা প্রশাসকের সাথে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। মেহেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসান ভিডিও কনফারান্সে মেহেরপুরের পক্ষে কথা বলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, এনডিসি রামানন্দ পাল, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার,সমাজসেবা অধিদপ্তরের উপ-পচিালক দেলোয়ার হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহামেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক ডা. আবু জাফর,সন্ধানি সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।