বর্তমান পরিপ্রেক্ষিত

ভিটের মাঠে কৃষক সেঁচ প্রকল্পের জায়গা পরিদর্শন

By মেহেরপুর নিউজ

July 17, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামে (ভিটের মাঠে) কৃষক সেঁচ নির্মানের জন্য কৃষকদের জায়গা পরিদর্শন করা হয়েছে।

সোমবার বিকালের দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকে ইয়ারুল ইসলাম কৃষক সেঁচ নির্মানের জন্য কৃষকদের জায়গা পরিদর্শন করেন।পরে অ্যাডভোকে ইয়ারুল ইসলাম রামদাসপুর গ্রামে গণসংযোগ করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।