বর্তমান পরিপ্রেক্ষিত

ভুয়া স্কিমে স্বাক্ষর না করায় প্রকল্প কর্মকর্তাকে পেটালেন মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তাসহ ৩ জন

By মেহেরপুর নিউজ

June 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন: মেহেরপুর শহর সমাজ সেবা আফিসের দুস্থ ঋণ সহয়তা প্রকল্পের পৌর সমাজ কর্মী নাসির উদ্দিনকে ভূয়া ঋন স্কিমে স্বাক্ষর না করার অপরাধে পিটিয়েছেন শহর সমাজসেবা আফিসার (ভারপ্রাপ্ত) ফারুকুল ইসলাম, অফিসের প্রধান সহকারী আঃ রাজ্জাক ও মুজিবনগর থানার  ইউনিয়ন সমাজকর্মী মোঃ মোদাচ্ছের হোসেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শহর সমাজসেবা অফিসারের কক্ষে তাকে মারধর করে। মারধর শেষে দুপুর ১২ টা পর্যন্ত তালাবদ্ধ করে রাখে শহর সমাজ সেবা আফিসার (ভারপ্রাপ্ত) ফারুকুল ইসলামের কক্ষে। বিশ্বস্ত সুত্রে জানা যায়,আজ মঙ্গলবার মেহেরপুর শহর সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) ফারুকুল ইসলাম, অফিসের প্রধান সহকারী আঃ রাজ্জাক ও মুজিবনগর থানার  ইউনিয়ন সমাজকর্মী মোঃ মোদাচ্ছের হোসেন প্রায় ৯ লক্ষ টাকা ভূয়া ঋণ স্কিম তৈরী করে প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কর্মী নাসির উদ্দিনকে স্বাক্ষর করতে চাপ দেয়। নাসির উদ্দিন রাজি না হওয়ায়  অভিযুক্ত তিন জন তাকে বেদম প্রহার করে শহর সমাজ সেবা কর্মকর্তার কক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটকিয়ে রাখে। আরো জানা যায়, এই ভুয়া স্কিমের টাকা অভিযুক্ত মেহেরপুর শহর সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) ফারুকুল ইসলাম, অফিসের প্রধান সহকারী আঃ রাজ্জাক,মুজিবনগর থানার  ইউনিয়ন সমাজকর্মী মোঃ মোদাচ্ছের হোসেন ও এমএলএসএস হুমায়ুন ভাগ বাটোয়ার করে নেয়ার পরিকল্পনা করছিল। এটা জানতে পেরে প্রকল্প কর্মকর্তা নাসির উদ্দিন তাতে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করে। খবর পেয়ে দুপুর ১২ টার দিকে জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিঃ) শাহানাজ পারভিন  ঘটনা স্থলে পৌছালে  তারা  নাসির উদ্দিনকে ছেড়ে দেয়। মুজিবনগর থানা সমাজকর্মী মোদাচ্ছের হোসেন জানান,খবর পেয়ে তিনে সেখানে আসেন। তবে এ ঘটনার সাথে তিন জড়িত নন বলে প্রতিবেদককে জানান।

তবে,শহর সমাজ সেবা আফিসার (ভারপ্রাপ্ত) ফারুকুল ইসলাম অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা তার অফিসে ঘটেনি। একই সুরে মেহেরপুর সমাজ সেবার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি।