বর্তমান পরিপ্রেক্ষিত

ভূমিকম্পে আতঙ্কিত মেহেরপুরবাসী

By মেহেরপুর নিউজ

February 14, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৮ টা ৭ মিনিটের সময় ভূমিকম্প অনুভূত হয়। ৪.৫ মাত্রার ভূকম্পনটি ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী হয়। ভূমিকম্পে হঠাৎ করে বাড়ি ঘরের আসবাবপত্র নড়তে শুরু করে।

এ সময় ঘরবাড়িগুলো কম্পন লক্ষ্য করা যায়। ভারতের পশ্চিমবঙ্গ এবং মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ভূকম্পনের উৎপত্তি বলে প্রাথমিক পর্যায়ে জানা যায়। মেহেরপুর শহরের মল্লিক পাড়ার জ্যোতি নামের এক গৃহিণী বলেন,আমি পড়তে বসেছিলাম। হঠাৎ করে আলমারিতে রাখা থালা বাসনে ঝনঝন শব্দ হচ্ছে। তখনই বুঝলাম ভূমিকম্প হচ্ছে। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবির বলেন,আমি চেয়ারে বসে আছি হঠাৎ করে কেমন যেন একটা কপ্নন অনুভূত করলাম। পরে ছাদের উপরে গিয়ে দেখি টাংকির পানি ঢেউ খেলছে।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান বলেন,আমি সোফায় বসে কাজ করছিলাম। হঠাৎ করে বাড়ি কম্পন অনুভব করলাম। কম্পনটি প্রায় ৪ সেকেন্ড স্থায়ী ছিল।