বর্তমান পরিপ্রেক্ষিত

ভৈরব নদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

By Meherpur News

October 20, 2025

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে ভৈরব নদের পানিতে ডুবে মাহাবুবুর রহমান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুবুর রহমান পিরোজপুর গ্রামের জল্লাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাহাবুবুর তার কয়েকজন বন্ধুকে নিয়ে ভৈরব নদে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির মাধ্যমে কিছুক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।