আইন-আদালত

ভৈরব নদে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে একজনের ৫০ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

May 04, 2023

মেহেরপুর নিউজ:

ভৈরব নদে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে মো: ইলিয়াছ হোসেন নামের  এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার ইসলামপুর খালের মাঠে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে অবৈধভাবে ভৈরব নদের মাটি উত্তোলন করার সময় মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা আদায় করা হয়।

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ইসলামপুর খালের মাঠে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে অবৈধভাবে ভৈরব নদের মাটি উত্তোলন করছে এমন খবরের উপর ভিত্তি করে বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় আশরাফপুর গ্রামের মৃত মহাসীন বিশ্বাসের ছেলে ইলিয়াছ হোসেনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লংঘনের দায়ে ১৫(১)(খ) ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে পানি উন্নয়ন বোর্ড, মেহেরপুর ও সদর থানা পুলিশ সহযোগিতা করেন।