বর্তমান পরিপ্রেক্ষিত

“ভৈরব মাঃ বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত”

By Meherpur News

August 04, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় ফহমিদা তাসমিন কান্তা, রুমি খাতুন, জান্নাতুল ফেরদৌস রিপার দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় আঁখি আরা খাতুন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। বিতর্ক প্রতিযোগিতা মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাদিমুল হক। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সালেহিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনসারুল হক।