শিক্ষা ও সংস্কৃতি

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

May 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মে: নানা প্রতিকূলতা পাশ কাটিয়ে ২০১৪ সালে অনুষ্ঠিত এস এসসি পরিক্ষায় মেহেরপুর সদর উপজেলার ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় দুটি জিপি-৫ সহ শতভাগ পাস করায় অনন্য গৌরব অর্জন করেছে। এদিকে ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শতভাগ পাস করায় বিদ্যালয়ের উদ্যোগে রবিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে কৃর্তিশিক্ষাথীদের সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃর্তিশিক্ষাথীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রধান শিক্ষক নাজমা সালেহীন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ, সহকারী শিক্ষক নাদিমুল হক,

হাবিবুর রহমান, আবুল হোসেন, ইয়ারুল ইসলাম, আসাদুল ইসলাম, শরিফা ইয়াসমিন, আবুল বাশার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃর্তি শিক্ষাথী জিপিএ ৫ পাওয়া ফাহমিদা আক্তার পানসি,বিনা খাতুনসহ শ্যামলী খাতুন , নাসিমা খাতুন, সুইটি, সুরাইয়া খাতুন, স্বর্ণালী খাতুন, মাধুরী খাতুন, উম্মে হাবিবা,রহিমা খাতুন, সাবিনা ইয়াসমিন, হাফিজা খাতুন, ফাতেমা খাতুন,মধুমিতা খাতুন, বেলী খাতুস, লিলিয়ারা খাতুন, সিমা খাতুন, কাজল রেখা, ইয়াসমিন খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।উল্লেখ্য, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষা দিয়ে ২ জন জিপিএ ৫ সহ সকলেই পাশ করে।