টপ নিউজ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

January 19, 2021

মেহেরপুর নিউজ:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উদ্যোগে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি লংঘন এবং ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি বেতবাড়িয়ার মেসার্স ফিরোজ বেকারি ও মেসার্স হাসিবুল বেকারির মালিকের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সেখানে অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৪৩ ধারায় মেসার্স ফিরোজ বেকারি ৩০ হাজার টাকা ও মেসার্স হাসিবুল বেকারিকে একই অপরাধ ও ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশকিছু প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে সতর্ক করা হয়। উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করা হয়।