নির্বাচন

ভোট কেন্দ্র স্থগিতের ঘটনায় ২ এসআই বরখাস্ত

By মেহেরপুর নিউজ

April 25, 2017

মেহেরপুর নিউজ,২৫ এপ্রিল: মেহেরপুর পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দুই এস আইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে তাদের  বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন। বরখাস্তকৃতরা হলেন এসআই কার্তিক চন্দ্র দাস ও এসআই ফখরুল ইসলাম। মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সুব্রত কুমার পাল ও মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একেএম শাহিন কবির রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তারা অভিযোগে জানিয়েছেন, ওই দুটি কেন্দ্রে সোমবার রাত আড়াউটার দিকে দুস্কৃতকারীরা প্রিজাইডিং অফিসারসহ কেন্দ্রের সকলকে জিম্মি করে ৯০০টি ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরে রেখে যায়। ওই অভিযোগে দুই ঘন্টা ভোট গ্রহনের পর সকাল ১০টার দিকে ভোট গ্রহণ বন্ধ করেন এবং দুপুর ১২ টার দিকে চুড়ান্তভাবে ভোটগ্রহণ স্থগিত করেন। এবিষয়ে এস আই কার্তিক চন্দ্র দাসের সাথে যোগাযোগ করলে তিনি মেহেরপুর নিউজকে জানান, ভগবানের দোহাই দিয়ে বলছি যে কারণে আমাদের বরখাস্ত করা হয়েছে এ ধরণের কোন ঘটনা ভোট সেন্টারে ঘটেনি।