টপ নিউজ

ভোট দিতে না পেরে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

By মেহেরপুর নিউজ

March 20, 2021

মেহেরপুর নিউজ:

সদস্যপদ নবায়ন করার পরেও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে ভোট দিতে না পেরে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে বেশকিছু ভোটার।

শনিবার সকাল ৯’টা থেকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন শুরু হয়। ভোট চলাকালীন সময়ে সদস্যপদ নবায়ন করার পরে অনেক ভোটার ভোট দিতে আসেন, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম না দেখে বিস্ময় প্রকাশ করেন। পরে দুপুরের দিকে বেশকিছু ভোটার চোখে মুখে কালো কাপড় বেঁধে শিল্পকলা একাডেমির সামনে প্রতিবাদ জানাই।

এসময় ভোটাররা বলেন, আমরা প্রার্থী হতে নয় ভোট দেওয়ার জন্য ভোটার হয়েছিলাম, কিন্তু ভোট দিতে না পারা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

এ ব্যাপারে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে দোষারোপ করেন এবং সেই সাথে অনেক সাংস্কৃতিক অভিযোগ করে বলেন, করোনা চলাকালীন সময় গোপনে ভোটার নবায়ন করা হয়েছে ।  যাতে করে নিজেদের ইচ্ছে মত কমিটি গঠন করা যায়।

এসময় চোখেমুখে বেঁধে কালো কাপড়ে বেঁধে মানববন্ধন করে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন,নিলুফার ইয়াসমিন রুপা,হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুমন প্রমুখ।