বর্তমান পরিপ্রেক্ষিত

ভোরের ছোঁয়া যুব সংঘ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা জয়ী

By মেহেরপুর নিউজ

June 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শেখপাড়া ভোরের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে ভোরের ছোঁয়া যুব সংঘ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা জয়লাভ করেছে। বুধবার বিকালে মেহেরপুর শহরের কালাচাঁদপুর বেগম বদরুন্নেসছা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় খুলনা ৫৫ রানে চিটাগাংকে পরাজিত করে।

টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা নির্ধারিত ৮ ওভার ৭টি উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিরাজুল ৫২ রান করেন।চিটাগাং এর জিহাদ ২টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে চিটাগাং ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪৪ রান করে । দলের পক্ষে ওয়ালিদ ২০ রান করে।খুলনার শিশির ৩টি উইকেট দখল করেন। বিজয় দলের মিরাজুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ভোরের ছোঁয়া যুব সংঘের সভাপতি আশিকুর রহমান আশা, সাধারণ সম্পাদক ফাহাদ খান উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।