আইন-আদালত

ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তির জরিমানা।

By মেহেরপুর নিউজ

August 01, 2018

মেহেরপুর নিউজ, ০১ আগষ্ট : ভৈরব নদে অবৈধভাবে বাধ দিয়ে মাছ চাষ করার অপরাধে বাদশা এবং মিজারুল নামের ২ ব্যাক্তির নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বাদশা সদর উপজেলার নুরপুর গ্রামের মফিজ উদ্দীন এর ছেলে এবং মিজারুল আশরাফপুর গ্রামের হায়াতুল ইসলাম এর ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক বুধবার দুপুরের দিকে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে সদর উপজেলার আশরাফপুর গ্রামের ভৈরব নদের সোনাগাজীদহ নামক স্তানে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে। এ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে উপস্থিত হয়ে বাদশা ও মিয়ারুলকে আটক করে। পরে মাছ চাষ সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক ২ জনের নিকট থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মীর জাকির হোসেন, উপজেলা মৎস উৎপাদন খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।