শিক্ষা ও সংস্কৃতি

মঙ্গলবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা দুপুর ২টায়

By মেহেরপুর নিউজ

November 02, 2015

মেহেরপুর নিউজ,০২ নভেম্বর: গণজাগরণ মঞ্চের ডাকা আধা বেলা হরতালের পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (০৩ নশ্বেম্বর) অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার বদলে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ২টায়। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম মেহেরপুর নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি প্রথম পত্র (জেএসসি) ও বাংলা প্রথম পত্র পরীক্ষা (জেডিসি) আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার বদলে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং অপর এক প্রকাশক ও দুই ব্লগারের ওপর হামলার প্রতিবাদের মঙ্গলবার দেশজুড়ে হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ।

চলতি ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় গতকাল রোববার শুরু হয়েছে। এবার মেহেরপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৪৬ জন।