অন্যান্য

মুজিবনগরে গরুর শিং’র আঘাতে বৃদ্ধ আহত

By মেহেরপুর নিউজ

October 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর: মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামে গরুর শিং’র আঘাতে ফজিলা খাতুন নামের এক বৃদ্ধ আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, ভবানিপুর গ্রামের জুল্লুর স্ত্রী ফজিলা গোয়াল ঘরে কাজ করার সময় গরু শিং দিয়ে আঘাত করে। এতে সে আহত হয়। এ সময় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।