নির্বাচন

মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ৪৪ জনের মনোনয়ন পত্র জমা

By মেহেরপুর নিউজ

February 20, 2019

মেহেরপুর নিউজ, ২০ ফেব্রুয়ারী : মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রী-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বচিনে ১৫ টি পদের বিপরিতে ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মঙ্গলবার রাতে মনোনয়ন পত্র জমা ও বাছায়ের শেষ দিনে সভাপতি পদে আহসান হাবিব সোনা, নজরুল ইসলাম, কার্যকরি সভাপতি পদে এনামুল হক,নাইম আশরাফ বাবলা, সৈায়দ সোহেল, ইলিয়াস কাঞ্চন, সহ সভাপতি পদে আব্দুর রহমান হোঙ্গল, মিন্টু মিয়া, শাহিন আলী টুটুল, সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান, এম এ কুদ্দুস, যুগ্ম সম্পাদক পদে নজরুল ইসলাম, সহিদুল ইসলাম, ফারুক হোসেন, সহ সম্পাদক পদে এরশাদ আলী, সাজেদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক পদে রমেজ উদ্দীন, মাহাবুব এলাহী, রেজাউল হক, সহ সাংগঠনিক সম্পাদক নাজাত আলী শহিদুল খোকন, বকুল হোসেন, শ্রমীক কল্যান সম্পাদক পদে শেরেগুল, সাখাওয়াত হোসেন সবুজ, কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম, শাহিন আলী, আফসারুল ইসলাম, প্রচার সম্পাদক পদে সেন্টু শেখ, ইয়ারুল ইসলাম, মাহাবুব হোসেন, রিপন, লাইন সম্পাদক পদে নুর ইসলাম ডাকু, মীর খোকন, মুরছালিন, সোহেল রানা সজিব, মনিরুজ্জামান মনি, কার্যকরি সদস্য পদে বাবু মিয়া, মইন শেখ, আন্নাচ আলী, রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, রমজান আলী, লাল মিয়া, খায়রুল ইসলাম ও শরিফুল ইসলাম।

এদিকে রাতেই বাছায় সম্পন্ন হয়েছে। আগামী ২ মার্চ মোট ৩ হাজার ৫শ ২৪ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবে।