বর্তমান পরিপ্রেক্ষিত

মদনাডাঙ্গার ৩ জন জমি অধিগ্রহণের অর্থ পরিশোধ

By মেহেরপুর নিউজ

July 03, 2023

মেহেরপুর নিউজ:

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োজনে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের ৩ জন জমি  মালিককে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়েছে।

সোমবার সকালের দিকে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের ৩ জন ভূমি মালিককে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোছা: রণি খাতুন উপস্থিত থেকে জমির মালিক মোঃ আব্দুল হান্নানকে ২ লক্ষ ৭৩ হাজার ৮৩৩ টাকা, মোছাঃ রাশিদা খাতুনকে ২ লক্ষ ৭৩ হাজার ৮৩৩ টাকা এবং মোঃ আব্দুল কাদিরকে ৯ লক্ষ ৮১ হাজার ৮৬১ টাকার চেক হস্তান্তর করা হয়। মেহেরপুর ১৩২/৩৩ কেভি জিআইএস উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য ঐ তিন জনের জমি অধিগ্রহণ করা হয়।