বর্তমান পরিপ্রেক্ষিত

মধুখালীতে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পুড়িয়ে ধ্বংস

By মেহেরপুর নিউজ

January 14, 2020

সাগর চক্রবর্ত্তী, ফরিদপুর থেকে:

ফরিদপুরের মধুখালীতে অলিম্পিক কোম্পানীর বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটায় মধুখালী প্রেসক্লাবের সামনে অলিম্পিক কোম্পানীর মধুখালী উপজেলা পরিবেশক মেসার্স মা মণি ট্রেডার্স এর বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ অলিম্পিক কোম্পানীর বিস্কুট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে । যার বাজার মুল্য ১ ল¶ ৫০ হাজার টাকা বলে দাবি করেন খুলনা অঞ্চল সেলস ম্যানেজার মো. রুহিচ মুন্সি।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর রিজিওনাল ম্যানেজার মো. বজলুল হক , মেসার্স মা মণি ট্রেডার্স এর স্বাতাধীকারী মো. বাবলু মুন্সি,স্থানীয় সাংবাদিক ও জনসাধারন, খুলনা অঞ্চল সেলস ম্যানেজার মো. র“হিচ মুন্সি জানান কোম্পানী প্রতি ৩ মাস অন্তর অন্তর সারা দেশেই এ মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পুড়িয়ে ধ্বংস করে, যা বাজার মুল্য প্রায় ৯ কোটি টাকা । মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পুড়িয়ে নিরাপদ স্বাস্থ্য রক্ষায়ই কোম্পানী মুল লক্ষ্য ।।