ফুটবল

মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টেে ক্যাশবপাড়া ভাইকিংস জয়ী

By মেহেরপুর নিউজ

September 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের ক্যাশবপাড়া যুব সম্প্রদায় এর উদ্যোগে ক্যাশবপাড়া মাঠে অনুষ্টিত মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টেে ক্যাশবপাড়া ভাইকিংস জয়লাভ করেছে।

শুক্রবার অনুষ্ঠিত খেলায় ক্যাশবপাড়া ভাইকিংস ৩-১ গোলে দুরন্ত ক্যাশবপাড়াকে পরাজিত করে। বিজয় দলের পক্ষে হাসানুর, মনা একটি করে গোল করেন। অপর গোলটি আত্মঘাতী মাধ্যমে হয়। দুরন্ত ক্যাশবপাড়ার পক্ষে ইমন একটি গোল পরিশোধ করেন।