ফুটবল

মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ক্যাশবপাড়া সুপার কিংস ফাইনালে

By মেহেরপুর নিউজ

September 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ক্যাশবপাড়া যুব সম্প্রদায় এর উদ্যোগে ক্যাবশপাড়া মাঠে অনুষ্ঠিত মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ক্যাশবপাড়া সুপার কিংস ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

রবিবার অনুষ্ঠিত খেলায় সুপার কিংস ৩-১ গোলে ক্যাশবপাড়া লালন কে পরাজিত করে।বিজয় দলের পক্ষে আলামিন ২টি, শাকিব ১টি এবং বিজিত দলের পক্ষে অমর ১টি গোল করেন।