ফুটবল

মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবলে মদনাডাঙ্গা একাদশ সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

October 19, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীে উদ্যোগে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মদনাডাঙ্গা একাদশ  সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন  করেছে।

শনিবার বিকেলে প্রথম সেমিফাইনাল খেলায় মদনাডাঙ্গা একাদশ  ২-০ গোলে কুষ্টিয়া মীরপুর ছত্রগাছা একাদশকে পরাজিত করে। মদনাডাঙ্গা একাদশ  দলের পক্ষে  বায়জিত ও জসিম ১টি করে গোলটি করেন।