ক্রিকেট

মরহুম মহারাজ আলি খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গাংনী জয়ী

By মেহেরপুর নিউজ

March 01, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে কালার স্টাইল বাংলাদেশের সৌজন্যে আমঝুপিতে মরহুম অনুষ্ঠিত মরহুম মহারাজ আলি খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গাংনী ক্রিকেট একাদশ লাভ করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় গাংনী ক্রিকেট একাদশ ১৩৮ রানের বিশাল ব্যবধানে কুষ্টিয়ার ফ্রন্ট ফাইটারকে পরাজিত করে। সকালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গাংনী প্রিন্সের অর্ধশতকে উপর ভর করে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেন। দলের পক্ষে প্রিন্স ৫০,রাতুল ৪০ এবং মাহমুদুল্লাহ ৩৪ রান করেন।

কুষ্টিয়ার পক্ষে হৃদয়ও রাতুল উভয় ৪৫ রানের বিনিময় ৩টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে গাংনীর লিটিলের বিধ্বংসী বোলিং এর মুখে কুষ্টিয়া ২৮.৪ বলে মাত্র ৭৮ রানকরে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রাতুল সর্বোচ্চ ২২ রান করেন। লিটিল ৮ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৪ টি উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার বিতরণ করা হয়। সোহেল রানা সবুজ ও আসাদুল ইসলাম লিটন পুরস্কার তুলে দেন।