ক্রিকেট

মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গার শেখ রাসেল ক্রীড়া চক্র জয়ী

By মেহেরপুর নিউজ

March 11, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে,কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গার শেখ রাসেল ক্রীড়া চক্র জয়লাভ করেছে।

শুক্রবার অনুষ্ঠিত খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ৮৫ রানের বিশাল ব্যবধানে চুয়াডাঙ্গার অদম্য ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শেখ রাসেল ৪০ ওভারে ২১৯ রান সংগ্রহ করে। অপু দলের পক্ষে ১০১ রান, রাতুল ২৯ রান করেন। অদম্য ক্রীড়াচক্রের পক্ষে সৃজন ও তুহিন ৩টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে অদম্য ক্রীড়া চক্র ১৪৩ রান করে সবাই আউট হয়ে যায়। এহসান দলের পক্ষে ২৮ রান করেন। পাভেল শেখ রাসেলের পক্ষে ২টি উইকেট লাভ করেন। অপু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।