ক্রিকেট

মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর এম কে এস পি জয়ী

By মেহেরপুর নিউজ

March 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে,কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর এম কে এস পি জয়লাভ করেছে।

শনিবার অনুষ্ঠিত খেলায় এম কে এস পি ১১ রানে আমঝুপি উদয়ন ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে এম কে এস পি ১৭ ওভারে ১৪০ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে বাদশা সর্বোচ্চ ৪৬ রান করেন। উদয়ন ক্লাবের পক্ষে সোহাগ ও রকি ৩টি করে এবং সবুজ ২টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে উদয়ন ক্লাব ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাঈম ৩৭ রান করেন। এম কে এস পির বাদশা ৪ টি উইকেট লাভ করেন। বিজয়ী দলের বাদশা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।