ক্রিকেট

মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মিনা স্মৃতি ক্রিকেট একাডেমি জয়ী

By মেহেরপুর নিউজ

March 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে,কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মিনা স্মৃতি ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে।

সোমবার অনুষ্ঠিত খেলায় মিনা স্মৃতি ক্রিকেট একাডেমি ১ রানে মহেশপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মিনা স্মৃতি ক্রিকেট একাডেমি ৪০ ওভারে ১৩৯ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সায়েদ ৪০ রান করেন।মহেশপুর ক্রিকেট একাডেমি পিকলু ৩ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে মহেশপুর ক্রিকেট একাডেমি ১৩৮ রান করে সবাই আউট হয়ে যায়। স্টালিন দলের পক্ষে ৩৫ রান করেন