খেলাধুলা

মরহুম মোখলেছুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।চপল কমল জুটি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 08, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর হোটেল বাজার যুব সম্প্রদায় এর উদ্যোগে হোটেল বাজার ব্যাডমিন্টন কোটে অনুষ্ঠিত মরহুম মোখলেছুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চপল-কমল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চপল-কোমল জুটি ১৯-২১ ,২১-১৮, ২১-১৮ সেটে হৃদয়-সতিশ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এর আগে সেমিফাইনাল খেলা চপল-কমল জুটি নিহাল জুটিকে এবং হৃদয়-সতীশ জুটি সিয়াম জুটিকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা দেখার জন্য বিপুল পরিমান দর্শক প্রচন্ড শীত উপেক্ষা করে মাঠে উপস্থিত থাকেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জুনায়েদ ইসলাম রুবেল উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় আব্দুস সাত্তার মুক্তা, মুজাহিদ মুন্না প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।