কৃষি সমাচার

মরিচ ক্ষেতের সাথে এ কেমন শক্রতা!

By মেহেরপুর নিউজ

May 12, 2023

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা গ্রামের একটি মাঠে রাতের আঁধারে কৃষক বাবর আলীর ১৮ কাঠা জমির মরিচ (ঝাল) ক্ষেত আগাছানাশক বিষ স্প্রে করে নষ্ট করেছে দুর্বৃত্তরা। কৃষক বাবর আলী ধানখােলা গ্রামের উত্তরপাড়ার মৃত রুহুল আমীন মেম্বারের ছেলে। বৃহস্পতিবার দিবাগত ধানখোলা গ্রামের হাড়াভাঙ্গাপাড়া সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

কৃষক বাবর আলী জানান,আমি ১২হাজার টাকা চুক্তিতে গ্রামের হাফিজ মিয়ার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলাম। এমন অবস্থায় রাতের আঁধারে কে বা কারা আগাছানাশক বিষ দিয়ে ১৮ কাঠা জমির মরিচ নষ্ট করে দিয়েছে। তিনি আরো জানান, কিছু দিন আগে ১৫ হাজার টাকা খরচ করে মরিচের চাষ শুরু করেছিলাম। এই মরিচ ক্ষেত থেকে ২ লাখ টাকার মরিচ বিক্রয়ের আশা করছিলাম ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।