জাতীয় ও আন্তর্জাতিক

মহাজনপুর ইউনিয়ন পরিষদের সামনে বাণিজ্যের নামে মার্কেট নির্মাণ বন্ধ করতে আবেদন

By মেহেরপুর নিউজ

July 15, 2018

মেহেরপুর নিউজ, ১৫ জুলাই: মহাজনপুর ইউনিয়ন পরিষদের সামনের পতিত জমিতে বাণিজ্যের নামে মার্কেট নির্মাণ বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে মহাজনপুর ইউনিয়নবাসী। রবিবার সকালে মহাজনপুর ইউনিয়নের শতাধিক জনগন মিছিল সহকারে এসে জেলা প্রশাসকের নিকট আবেদন পত্র জমা দেন। আবেদন পত্রে উল্লেখ রয়েছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পতিত জমি রয়েছে।যেখানে প্রতিনিয়ত মিলাদ মাহফিল ও বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম হয়ে থাকে।জানগন অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু এই পতিত জায়গাটিতে মার্কেট করার জন্য উঠে পড়ে লেগেছে।তারা আরোও অভিযোগ করেন, পতিত জমিতে থাকা গাছগুলি কেঁটে বিক্রয়লব্ধ অর্থ ইতোমধ্যে আত্নসাৎ করা হযেছে। ৪ নং মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বল্টু মার্কেট নির্মাণ বন্ধের ব্যাপারে মহাজনপুর ইউনিয়নবাসীর সাথে একমত পোষণ করেছেন।