বর্তমান পরিপ্রেক্ষিত

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 16, 2016

মেহেরপুর নিউজ, ১৬ ডিসেম্বর: মহান বিজয় মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় মেহেরপুর স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, আনছার, ভিডিপি, বিএনসিসি, রোভারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার আনিছুর রহমান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তারা শরীর চর্চা প্রদর্শনি করেন।

অনুষ্ঠান শেষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় জেলা প্রশাসক জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, মেগহরপুর-১ আসনের সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা শিলা, জেলা প্রশাসক পত্নী স্মৃতি রাণী সিনহা, পুলিশ সুপার পত্নী সালমা ইয়াসমিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা শামিম আরা হীরা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, হেমায়েত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহামেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শুভ্রা দাস, এনডিসি রামাদন্দপাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী সহ জেলার শীর্ষ কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।

পরে বিজযী ১২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১ম, ২য় ও ৩য় পুরুস্কার প্রদান করা হয়। ক গ্রুপের কুকাওয়াজে ১ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইডর্স, ২য় একই বিদ্যালয়ের গার্ল ইন স্কাইট,৩য় সরকারী শিশু পরিবার, খ গ্রুপে ১ম জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, ২য় ছহিউদ্দিন ব্রিলিয়ান্ট প্রিক্যাডেট একাডেমী, ৩য় গ্লোরিয়াস প্রি ক্যাডেট এবাডেমী, শরীর চর্চায় ক গ্রæপে ১ম সরকারী শিশু পরিবার, ২য় ফ্রন্ডস ফাউন্ডেশন, ৩য় মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খ গ্রুপে ১ম ছহিউদ্দিন ব্রিলিয়ান্ট প্রিক্যাডেট একাডেমী,২য় জিনিয়াস স্কুল এন্ড কলেজ, ৩য় মেহেরপুর কিন্টার গার্টেন।