মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে এ র্যালি বের করা হয়।
মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর টাউন হল প্রাঙ্গন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাজ উদ্দিন খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন, পৌর সভাপতি তাওফিক।
র্যালিতে অন্যদের মধ্যে জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, সহ-সভাপতি শাকিল হোসেন সাব্বির, সাদিকুল ইসলাম, অর্থ সেক্রেটারি বদরুজ্জামান প্রমুখ।