বর্তমান পরিপ্রেক্ষিত

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের র‌্যালি অনুষ্ঠিত

By Meherpur News

May 01, 2025

মেহেরপুর নিউজ:

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের সামনে থেকে এ  র‌্যালি বের করা হয়। জেলা ট্রাক ট্রাংকলরি কাভার্ডভ্যান (দাহ পদার্থ ব্যাতিত) শ্রমীক ইউনিয়নের সভাপতি এস এম আকিব হোসেনের নেতৃত্ব র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে মেহেরপুর পাবলিক লাইব্রেরী মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে জেলা রং তুলি শ্রমীক ইউনিয়নের সভাপতি মিয়ারুল ইসলাম,জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল ইসলাম,ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি শরীফ উদ্দীন,টাইলস পাইপ এন্ড স্যানেটারী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মুন্না, মেহেরপুর সদর উপজেলা রিক্স ও ভ্যান চালক সমিতির সহ-সভাপতি জাফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।