ব্যবসা ও বানিজ্য

মহান স্বাধীনতা দিবসেও উপেক্ষিত গ্রামীণফোনের সেলস কর্মীরা

By মেহেরপুর নিউজ

March 26, 2015

মেহেরপুর নিউজ,২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও উপেক্ষিত মোবাইল কোম্পানী গ্রামীণফোন এর সেলস কর্মীরা। ফলে পরিবার পরিজন নিয়ে স্বাধীনতার উৎসবে তারা যোগ দিতে পারেন নি। তবে কোম্পানীর টেরিটরি অফিসার পঙ্কজ কুমার ঠিকই ছুটি কাটাতে দাপ্তরিক এলাকা ত্যাগ করে পরিবারের সাথে ঢাকাই সময় কাটাচ্ছেন। দেশের অন্যান্য মোবাইল কোম্পানীর কর্মীরা সরকারী গুরত্বপূর্ন দিবসগুলোতে ছুটি কাটালেও গ্রামীণফোনের কর্মীরা এক্ষেত্রে একাবেরই উপেক্ষিত।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী বলেন, শুধুমাত্র শুক্রবারের ছুটি ছাড়া শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা গুরত্বপূর্ন দিবসগুলোতে সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পেলেও তারা একবোরেই পাননা। এ দিন তারা ছুটি চেলেও চাকরী হারানোর ভয়ে অনেকে ছুটির দাবি করতে পারেন না। এ ব্যাপারে গ্রামীণফোনের টেরিটরি অফিসার পঙ্কজ কুমার মেহেরপুর নিউজকে বলেন, কোম্পানীর কর্মকর্তা- কর্মচারীরা ছুটি কাটাচ্ছে। তবে সেলস সাইটরে কর্মীদের ছুটি নির্ধারিত হয় ডিষ্ট্রিবউটরদের উপর। তবে অন্যান্য কোম্পানীর সেলস কর্মীরা ছুটি পেতে পারে এ বিষয়ে তার কিছু করার নাই। গ্রামীণফোনের ডিষ্ট্রিবিউটর সুরেখা এন্টারপ্রাইজের মেহেরপুর প্রতিনিধি কৃষ্ণ সাহা জানান, সেলস টার্গেটে পিছিয়ে থাকায় আমাদের কর্মীদের ছুটি দেয়া হয় নাই। তিনি চাকরী করেন বলে জানান, ডিষ্ট্রিবিউটর প্রতিষ্ঠান ছুটি না দিলে আমাদের কিছু করার থাকে না।