রাজনীতি

মহান স্বাধীনতা দিবসে বিএনপি’র র‌্যালী ও পুস্পস্তবক অর্পন

By মেহেরপুর নিউজ

March 26, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ: ৪৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  বর্নাঢ্য র‌্যালী ও পুস্পস্তবক অর্পন করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপি‘র কার্যালয় থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের স্মৃতি সৌধ চত্বরে য়েয়ে শেষ হয় । র‌্যালী শেষে স্মৃতি সৌধের বেদিতে পুষ্প স্তবক অর্পণ করেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান,সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ মারুফ আহমেদ বিজন,  জেলা বিজেপির আহবায়ক শেখ সাঈদ আহমেদ,সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারন সম্পাদক আঃ হান্নান, জেলা তাতীদলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, ফয়জুল কবীর, জেলা মৎস্যজীবি দলের সভাপতি শ্রী গুরুদাস হালদার,  সাধারন সম্পাদক মাজেদ আলী, জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান ও  সোহেল হোসেনসহ জেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা  সংঘঠনের পক্ষ থেকে পৃথক পৃথক পুস্প স্তবক অর্পন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।