বর্তমান পরিপ্রেক্ষিত

মহান স্বাধীনতা দিবসে মেহেরপুর বিচার বিভাগের পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

March 26, 2023

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর বিচার বিভাগের উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

রবিবার সকালে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতী কুমার বিশ্বাসের নেতৃত্বে সকালে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে আদালত ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিাপতি কুমার বিশ্বাস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিচার বিভাগের অন্যান্য কর্মকর্ত এবং সেখানে উপস্থিত ছিলেন।