আইন-আদালত

মাতলামি করার খেসারত জেল

By মেহেরপুর নিউজ

December 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর: মদ খেয়ে মাতলামি করার অপরাধে ২ মাতালের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালতের বিচারক। মেহেরপুর শহরের মন্ডলপাড়ার তাইজউদ্দিনের ছেলে সাগরের ৬মাস ও বারাদির তালেব খানের ছেলে মুন্নাফের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পারভেজ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এর সাজা দেন। এ সময় সদর থানার এস আই কামাল হোসেন সেখানে উপস্থিত ছিলেন। এর আগে মেহেরপুর সদর থানার বারাদি ক্যাম্পের ইনচার্জ এস আই আখতার উপজেলার পাটকেল পোতা যাত্রী ছাউনি থেকে মাতলামি করার  সময় সাগর ও মুন্নাফকে আটক করে। মেহেরপুর সদর থানার এস আই কামাল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন আইন ১৯৯০ সালের ১০ ও ২২ (গ) ধারায় সাগরের ৬ মাস এবং একই ধারার ২২(ঘ) এ দোষী সাব্যস্ত হওয়ায় মুন্নাফের ১ মাসের বিনাশ্রম কারাদান্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।