বর্তমান পরিপ্রেক্ষিত

মাদকের বিরুদ্ধে সকলের সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে- খুলনা বিভাগীয় কমিশনার

By মেহেরপুর নিউজ

July 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ জুলাই: মাদককে সামাজিক শত্রু আখ্যায়িত করে মাদকের বিরুদ্ধে সকলের সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহবান জানালেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্ত¡রে আয়োজিত শিশু সমাবেশে মাদক ও বাল্য বিয়ের বিষয়ে বক্তৃতা করেন তিনি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, মাদকের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। মা-বাবাকেও খুন করতে দ্বিধা করছে না। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মাদক প্রতিরোধের কোন বিকল্প নেই। গাংনী উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজিত শিশু মেলায় এ উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মিড ডে মিলের জন্য ১৫ হাজার টিফিন বাক্স প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক ও গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন। একই অনুষ্ঠানে বাওট বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ের (প্রতিবন্ধী বিদ্যালয়) ছাত্রছাত্রীদের স্কুল ভ্যান ও এলাকার দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিশু সহায়ক বিভিন্ন তথ্য প্রদর্শন করে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।