বর্তমান পরিপ্রেক্ষিত

মাদক সেবনের দায়ে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

November 24, 2021

মেহেরপুর নিউজ:

মাদক সেবনের দায়ে পাপ্পু ইসলাম নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাপ্পু ইসলামকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত পাপ্পু ইসলাম মেহেরপুর শহরের বেড়পাড়ার মনিরুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)(১৬) ধারা লঙ্ঘনের অপরাধে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে শহরের বেড়পাড়া এলাকা থেকে মাদক সেবনের সময় পাপ্পু ইসলামকে আটক করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালানো হয়।