আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের ইদ্রিস আলীর রায় সোমবার

By মেহেরপুর নিউজ

December 04, 2016

ডেস্ক রিপোর্ট, ০৪ ডিসেম্বরঃ

আগামীকাল ০৫ ডিসেম্বর সোমবার  সকালে শরীয়তপুরের ইদ্রিস আলী সরদার ওরফে গাজী ইদ্রিসের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে ।একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট-অগ্নিসংযোগ ও হিন্দুদের দেশান্তরে বাধ্য করার মত মানবতাবিরোধী অপরাধের চার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই পলাতক আসামির বিরুদ্ধে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের এ দিন ধার্য করেছেন বলে জানান প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

এ মামলার দুই আসামির মধ্যে সোলায়মান মোল্লা ওরফে সোলেমান মৌলভী গ্রেফতারের পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে মামলার দায় থেকে বাদ দেওয়া হয়েছে। আর ইদ্রিস আলী সরদারও পলাতক।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করবে।

ট্রাইব‌্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান, রায়ের জন্য অপেক্ষমাণ রাখা মামলাটি রোববার কার্যতালিকায় এলে বিচারক রায় ঘোষণার দিন ঠিক করে দেন।