মেহেরপুর নিউজ:
“মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে” রক্তদানে উৎসাহকরণের লক্ষ্যে আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন । শুক্রবার সকাল থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর যুব উন্নয়ন ক্লাবে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রওশন আলী টোকন।আমাদের জম্মভূমি মেহেরপুর সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম রেজা সভাপতিত্ব অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মানবতাই শ্রেষ্ঠদান সমাজকল্যাণ কাজ। এটি খুব ভালো একটি উদ্যোগ । যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।”