বর্তমান পরিপ্রেক্ষিত

মারসেল ফ্রিজ কিনে প্রাইভেট কার পেলেন রানা আহমেদ

By মেহেরপুর নিউজ

August 04, 2018

মেহেরপুর নিউজ,০৪ অাগষ্ট: অভাবনীয় এক প্রপ্তির আনান্দ উচ্ছাসের জোয়ারে ভেসে গেল জেলার বাণিজ্যিক শহর বামন্দী। অসংখ্য উৎসাহী মানুষের উপস্থিতি এবং বিপুল করতালির মধ্য দিয়ে হস্তান্তরিত হলো একটি আনকোরা নতুন প্রাইভেট কার। জানা যায় দেশের অন্যতম ইলেকট্রনি· কোম্পানী “মারসেল” সম্প্রতি তার পন্যের গ্রাহক বা ক্রেতাদের জন্য বিপুল সংখ্যক পুরস্কার ঘোষনা করেছে। একটি মার্সেল ফ্রিজ কিনলেই ক্রেতাকে দেওয়া হচ্ছে একটি ক্র্যাচ কার্ড। কার্ডটি ঘষলেই পাওয়া যেতে পারে প্রাইভেট কার, ফ্রিজ, টেলিভিশন সহ অন্যান্য আকর্ষনীয় পুরস্কার। এই অফারের আওতায় মার্সেল এ·ক্লুসিভ শো-রুম বামন্দী বাজারের তাজ ইলেকট্রনি· থেকে অসংখ্য ক্রেতা কিনছে মার্সেল ফ্রিজ। তেমনি ভাবে গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের রানা আহম্মেদ গত ইংরেজী ০২-০৮-১৮ তারিখে কেনে একটি মার্সেল ফ্রিজ। ফ্রিজের সাথে প্রাপ্ত ক্যাচ কার্ডটি ঘষে মিলে যায় সেই অভাবনীয় পুরস্কারটি। একটি নিউ ব্রান্ডের সুজুকি মারতি প্রাইভেট কার। সংবাদটি মুহুর্তে ছড়িয়ে পড়ে ক্রেতা রানার পরিবার, বন্ধু বান্ধব আত্মীয় সজন সহ পুরো এলাকায়। হৈ চৈ পড়ে যায় পুরো বামন্দী সহ সংলগ্ন বৃহৎ অঞ্চলে। সবাই তাজ ইলেকট্রনি·-এ এসে ভীড় জমায়। কেউ কেউ আবার ঘটনাটির সত্যতা যাচাই করে। এরই মাঝে তাজ ইলেকট্রনি· এর পরিচালক আমিরুল ইসলাম জানায়, মার্সেল কোম্পানীর হেড অফিস থেকে প্রাইভেট কারটি বামন্দীর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ৩ জুলাই শুক্রবার সকালে এখানে এসে পৌঁছাবে। ঐ দিনেই আমরা সৌভাগ্যবান রানার হাতে কারটি হস্তান্তর করবো। রানা সেনাবাহীনিতে কর্মরত। সেখানে খবর পাঠায় পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল থেকেই তাজ ইলেকট্রনি·-র উদ্যেগে বাদ্যযন্ত্র এবং নির্ধারিত প্রাইভেট কার সহ এলাকাব্যাপী চলে র‌্যালী সহ উৎসবের আমেজ। সারদিন দরে চলমান বৃষ্টিকে উপেক্ষা করে বিকেলে তাজ ইলেকট্রনি·-র সম্মুখে কারটি হস্তান্তর করা হয় অত্যান্ত জাকঁজমক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। এ সময় এলাকার অগনিত মানুষের উপস্থিতি রানার মা এবং তার পরিবারবর্গের নিকট কারটি হস্তান্তর করেন, মোঃ হুমায়ন কবীর, নির্বাহী পরিচালক, পি.আর এন্ড মিডিয়া, মার্সেল। এ সময় আরো উপস্থিত ছিলেন,মোঃ শাখাওয়াত হোসেন, হেড অব সেলস, মার্সেল, কবীর হোসেন, এরিয়া ম্যানেজার, যশোর, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ^াস, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ আওয়াল, বামন্দী পুলিম ক্যাম্পের ইনচার্জ এস আই মকুবল, এ এস আই এনামুল হক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। কোন পন্য ক্রয় করে সর্বচ্চ পুরুস্কার প্রাইভেট কার হওয়ায় বিষয়টি নিয়ে এলাকাব্যাপী ব্যাপক সাড়া জাগিয়েছে।